Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঈদের জন্য মিলবে ৩০ হাজার কোটি টাকার নতুন নোট

আপডেট : ০৩ জুন ২০১৮, ০৩:৪১ এএম

ঈদ উৎসব সামনে রেখে আগামীকাল রবিবার (৩ জুন) থেকে বিশেষ ব্যবস্থায় নতুন নোট ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। এবার ৩০ হাজার কোটি টাকার নতুন নোট প্রস্তুত রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ সব শাখা অফিস এবং রাজধানীতে ১৯ ব্যাংকের ২০ শাখায় বিশেষ কাউন্টার খুলে পুরনো নোট বদলে নতুন এসব নোট দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্য জানা গেছে।

১০ টাকা২০ টাকা৫০ টাকা ও ১০০ টাকার নতুন নোট মিলবে। একজন গ্রাহক সর্বোচ্চ ১৮ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন। তবে প্রথমবারের মতো এবার ঈদের আগে ২ ও ৫ টাকার নতুন নোট দেওয়া হবে না।

এদিকেজাল নোট প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে পত্রিকা ও টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে বিভিন্ন ব্যাংকের উদ্যোগে জনসমাগমস্থলে আসল নোট চেনার উপায় বিষয়ে ভিডিওচিত্র প্রচারের বিষয়ে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে তিনটি বিশেষ কাউন্টার খুলে নতুন নোট বদলে দেওয়া হবে। এছাড়া রাজধানীতে ১৯ ব্যাংকের ২০ শাখায় বিশেষ কাউন্টার খুলে নতুন নোট দেওয়া হবে। শাখাগুলো হলো- জনতা ব্যাংকের আবদুল গনি রোড ও রাজারবাগ শাখাসোনালী ব্যাংকের রমনাঅগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোডরূপালী ব্যাংকের মহাখালীন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ীসিটি ব্যাংকের মিরপুরসাউথইস্ট ব্যাংকের কাওরান বাজারএসআইবিএলের বসুন্ধরা সিটি (পান্থপথ)উত্তরা ব্যাংকের চকবাজারঢাকা ব্যাংকের উত্তরাআইএফআইসি ব্যাংকের গুলশানফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুরপূবালী ব্যাংকের সদরঘাটশাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগওয়ান ব্যাংকের বাসাবোইসলামী ব্যাংকের শ্যামলীমার্কেন্টাইলের বনানীব্যাংক এশিয়ার ধানমন্ডি এবং ডাচ্-বাংলা ব্যাংকের দক্ষিণখানের এসএমই অ্যান্ড কৃষি শাখা।

   

About

Popular Links

x