Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনাভাইরাসে আক্রান্ত

বুধবার  সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান ঢাকা ট্রিবিউনকে এ তথ্য জানান

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১১:১৫ এএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান ঢাকা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি বলেন, “মঙ্গলবার করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি এখন হোম আইসোলেশনে রয়েছেন। তার কোনও জটিলতা নেই।” বর্তমানে তার শারীরিক অবস্থা ভাল বলেও জানান তিনি।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো দিনাজপুর ২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন খালিদ মাহমুদ। এরপর ২০১৯ সালের ৭ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। 

About

Popular Links