Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাড্রেস পাবে ঢাবি শিক্ষার্থীরা

এলক্ষ্যে, প্রতিটি বিভাগ/ইনস্টিটিউটে একজন করে ‘ইমেইল এডমিন’ মনোনয়ন করা হবে 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল নিয়মিত শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাড্রেস দেওয়া হবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুমোদন প্রদান করেছেন বলে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষার্থীদের ইমেইল এড্রেস Google-এর G-Suite for Education-এর মাধ্যমে প্রদান করা হবে, যেখানে শিক্ষার্থীরা ইমেইল ছাড়াও গুগল ড্রাইভ, গুগল ক্লাশরুম, গুগল মিটসহ G-Suite-এর অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারবে।

প্রতিটি বিভাগ/ইনস্টিটিউট একজন করে “ইমেইল এডমিন” মনোনয়ন প্রদান এবং শিক্ষার্থীদের তথ্য যাচাই করে আইসিটি সেলে প্রেরণ করবে। এরপর শিক্ষার্থীদের ইমেইল অ্যাকাউন্ট প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

   

About

Popular Links

x