রংপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লার দলের দুই সক্রিয় সদস্যকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গাইবান্ধার পলাশবাড়ি ও সদর উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার দালালপাড়া গ্রামের মো. চান মিয়া (৪৮) ও পলাশবাড়ি উপজেলার দূর্গাপুর গ্রামের মো. সাইদুজ্জামান নয়ন (৪০)।
র্যাব-১৩ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি ছিদ্দিক আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার পলাশবাড়ি উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন “আল্লাহর দল” এর সক্রিয় সদস্য মো. সাইদুজ্জামান নয়নকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী গাইবান্ধা জেলা সদরের পুরাতন বাজার মসজিদের সামনে থেকে মো. চাঁন মিয়াকে আটক করা হয়। গ্রেপ্তার চাঁন্দ মিয়া পেশায় একজন ওয়ার্কশপের মালিকও শার্টার মিস্ত্রি। অন্যদিকে, অপর আসামি মো. সাইদুজ্জামান নয়ন ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জঙ্গি সংগঠন “আল্লাহর দল” এর গাইবান্ধা অঞ্চল এর সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
ছিদ্দিক আহাম্মেদ বলেন, “আসামিদের অন্যান্য সহযোগীদের আটকে জন্য অভিযান অব্যাহত আছে। আটকৃতদের দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”