Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

৪০তম বিসিএসের আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর

এবার বিভিন্ন বিভাগে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়ার কথা জানিয়েছে পিএসসি সূত্র।

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫৫ পিএম

আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বেলা ১ টায় ৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এবার বিভিন্ন বিভাগে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়ার কথা জানিয়েছে পিএসসি সূত্র।

সূত্রটি জানায়, কোটা বিষয়ে সরকারের সর্বশেষ গ্রহণ করা সিদ্ধান্ত অনুযায়ী এই বিসিএসের মাধ্যমে ক্যাডার নিয়োগ প্রদান করা হবে।

৪০তম বিসিএসের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সূত্র জানিয়েছে, ৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ৭২ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, কর ক্যাডারে ২৪ জন, শুল্ক আবগারি ক্যাডারে ৩২ জন ও শিক্ষা ক্যাডারে ৮০০ জনকে নিয়োগ দেয়া হবে। প্রয়োজন সাপেক্ষে নির্ধারিত সংখ্যা বৃদ্ধি করা হতে পারে।

   

About

Popular Links

x