Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

হত্যার ১৫ দিন পর বাংলাদেশি নাগরিকের লাশ ফেরত দিলো বিএসএফ

পুলিশের মাধ্যমে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করেছে বিজিবি

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জের তেলকূপি সীমান্তে গুলি করে হত্যার ১৫ দিন পর বাংলাদেশি নাগরিক বাদশার মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। গত ৫ সেপ্টেম্বর নিহত হয়েছিলেন বাদশা।

আর সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) কাছে তার মরদেহ হস্তান্তর করলো বিএসএফ। 

ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। পরে পুলিশের মাধ্যমে বাদশার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বলেন, “গত ৫ সেপ্টেম্বর রাতে বাদশাসহ আরও কয়েকজন ভারতে গরু আনতে গিয়েছিল। কাঁটাতার পার হয়ে ভারতে ঢুকলে ভারতের গোপালনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাদশা গুলিবিদ্ধ হয়ে মারা গেলে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।”

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয় বিজিবি এবং পরবর্তীতে বিষয়টি নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। যার পরিপ্রেক্ষিতেই মরদেহ হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

   

About

Popular Links

x