রাজধানীর তোপখানা রোডে গফুর টাওয়ার মার্কেটের একাধিক ফার্মেসিতে অভিযান চালিয়ে অননুমোদিত ও মানহীন পালস অক্সিমিটারসহ (শরীরে অক্সিজেন স্যাচুরেশন পরিমাপক যন্ত্র) বিভিন্ন মেডিকেল সরঞ্জাম জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। এসব সরঞ্জাম রাখার অপরাধে ১৪টি ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, “কেউ অনেকগুলো মেশিন (অক্সিমিটার, রক্তচাপ মাপার যন্ত্র) কিনলে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অকেজো পাওয়া যেত। এমন অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালাই।”
“অভিযানে আমরা অননুমোদিত এবং নিম্নমানের অক্সিমিটার, প্রেশার মেশিন এমনকি ডেঙ্গু কিটও পেয়েছি।”
জরিমানার পাশাপাশি বিপুল পরিমাণ অননুমোদিত এবং নিম্নমানের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।