Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

দক্ষিণখানে সৎবাবাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

পারিবারিক কলহের জের ধরে তর্ক-বিতর্কের একপর্যায়ে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৫২ পিএম

রাজধানীর দক্ষিণখানে ছুরিকাঘাতে সৎবাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় এ ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যক্তির নাম মোহর উদ্দিন (৪০)

মুমূর্ষ অবস্থায় নিহতের ছোট ভাই হৃদয় তাকে উদ্ধার করে রাত পৌনে ১১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই হৃদয় জানান, বড় ভাইয়ের সৎ ছেলে ইয়াছিনের (১৬) সঙ্গে টাকাপয়সা সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক কলহের জের ধরে তর্কবিতর্কের একপর্যায়ে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে ওই অভিযুক্ত ইয়াসিন। পরে রক্তাক্ত অবস্থায় মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মোহর উদ্দিনকে।

ঢাক মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত মোহর ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চর কুড়িতাগ্রামের মোহাম্মদ আলীর ছেলে। রাজধানীর দক্ষিণখানের চোরাই টেক এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন মোহর উদ্দিন। তিনি পেশায় রাজমিস্ত্রি। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। 

স্ত্রী আসমাকে বিবাহের পরে তাদের ঘরে একটি ছেলেসন্তান জন্মগ্রহণ করেছে‌। অভিযুক্ত ইয়াসিন সৎ ছেলে।

   

About

Popular Links

x