Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

৪৫ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন সাংবাদিকরা

চলতি বছরের ১ মার্চ থেকে এ নির্দেশ কার্যকর হবে। 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৩৬ পিএম

নবম ওয়েজ বোর্ডের অধীনে সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে সরকার।

আজ মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের এক আদেশে সরকার এ নির্দেশ দিয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ‘নবম মজুরি বোর্ডের পেশ করা অন্তর্বর্তীকালীন প্রতিবেদন পরীক্ষান্তে সরকার সংবাদপত্র ও সংবাদ সংস্থাগুলোতে নিয়োজিত সাংবাদিক, প্রেস শ্রমিক ও সাধারণ কর্মীদের জন্য মূল বেতনের ৪৫ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণা করল।’

ওই আদেশে আরও বলা হয়, চলতি বছরের ১ মার্চ থেকে এ নির্দেশ কার্যকর হবে এবং অন্তবর্তীকালীন এ সুবিধা পরবর্তীতে ঘোষিত বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করা হবে।

আদেশের বাস্তবায়নের জন্য তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম সব গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি প্রতিমন্ত্রী জানান, আগামী ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে অসুস্থ, অস্বচ্ছল এবং দুর্ঘটনায় আহত ও নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যদের মাঝে অর্থ সহায়তা দেবেন।

About

Popular Links