Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

দিনাজপুরে দেয়াল ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

আকস্মিক এ মৃত্যুতে গ্রামটিতে নেমে এসেছে শোকের ছায়া 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫৩ পিএম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে দেয়াল চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃতু্য হয়েছে। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে কোনও একসময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্বামী স্বপন (৩৫), স্ত্রী মারজিনা (২৫) ও দুই ছেলে হুসেন (৯) ও হাসিবুল (৬)। 

নিহত স্বপন পেশায় একজন ভ্যান চালক ছিলেন। তিনি শ্বশুরবাড়ি ঝাউপাড়ায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার পৈত্রিক নিবাস সৈয়দপুরে।

ঘটনাস্থলে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  শাহনাজ মিথুন মুন্নি ও পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক ঘটনাস্থল পরিদর্শন করেন। একই পরিবারের ৪ জন নিহত হওয়ার ঘটনায় গ্রামটিতে শোকের ছায়া নেমে এসেছে।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সোহেল রানা জানান, কয়েকদিন থেকে অব্যাহত বৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল নরম হয়ে ধসে পড়েছে। সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ৪ জনের লাশ উদ্ধার করি।

About

Popular Links