Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসের টিকা: বাংলাদেশে ৩য় পর্যায়ের ট্রায়ালে সম্মত ঢাকা-দিল্লি

‘আমরা টিকা পরীক্ষার পাশাপাশি বিতরণ ও উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করার প্রত্যাশা করছি’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৪ এএম

ভারতে পরীক্ষার পর বাংলাদেশেও কোভিড-১৯ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল করতে “নীতিগতভাবে সম্মত” হয়েছে ঢাকা ও দিল্লি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, তারা এই পরীক্ষাগুলো চালুর পরপরই বাংলাদেশে কোভিড-১৯ টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শুরু করতে প্রস্তুত।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র জানায়, প্রস্তাবটিতে বাংলাদেশ নীতিগতভাবে একমত হয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেন, “পরীক্ষাগুলো আমাদের মধ্যে সহযোগিতা জোরদার, ভবিষ্যতে বিতরণ এবং টিকাগুলোর যৌথ উৎপাদনের জন্য প্রক্রিয়াগুলো সহজ করতে সহায়তা করবে।” এসময় কোভিড-১৯ টিকা তৈরিতে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

ড. জয়শঙ্কর বলেন, “আমরা টিকা পরীক্ষার পাশাপাশি বিতরণ ও উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করার প্রত্যাশা করছি। এই সকল প্রচেষ্টায় বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।”

দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, বার্তাসংস্থা ইউএনবির সঙ্গে আলাপকালে ভারতীয় দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “সীমান্ত ইস্যু ও কনস্যুলার বিষয়ে আলোচনা করতে ভারতের স্বরাষ্ট্রসচিব নভেম্বরে ঢাকা সফর করবেন।”

   

About

Popular Links

x