Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে অভিনেতা আফরান নিশোর বাবার মৃত্যু

তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ছিলেন

আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১২:৫০ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা আব্দুল হামিদ মিয়ার মৃত্যু হয়েছে। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে ছাব্বিশা কেন্দ্রীয় কবরস্থানে দাফনের কথা রয়েছে।   

আব্দুল হামিদ মিয়া ভোলা দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। এছাড়া করোনাভাইরাসেও আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানেই ভোররাতে মৃত্যু হয় তার।

 এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু প্রমুখ।

About

Popular Links