মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর সরাসরি অনুষ্ঠিত হচ্ছে না উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।
চলতি বছরে এইচএসসি পরিক্ষার্থীদের মূল্যায়ন হবে তাদের জেএসসি ও এসএসসি পরীক্ষার গড়ের ভিত্তিতে।
বুধবার (৭ অক্টোবর) এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, “জেএসসি, এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।”
“এই ফল তৈরির জন্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে এবং ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে সদস্য করে একটি বিশেষজ্ঞ কমিটি করে দেয়া হয়েছে,” বলেন তিনি।
যাদের জেএসসি ও এসএসসির ফল খারাপ ছিল কিন্তু এইচএসসিতে ভালো প্রস্তুতি ছিল, তাদের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “কী হতে পারত, সেটা বলার মতো সময় এটা না। বা সুযোগ নেই। এমন অনেক শিক্ষার্থীর হয়ত এইচএসসি পরীক্ষা ভালো নাও হতে পারত বা পরীক্ষা শেষ নাও হতে পারত। তদের জন্যও ভালো হবে। সবার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুয়েটের শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবেন। শিক্ষাউপমন্ত্রী ব্রিফিংয়ে সংযুক্ত ছিলেন।