নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক নারীকে ধর্ষণ ও শ্লীলতাহানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মাঈনুদ্দিন সাহেদ নামে আরও একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গ্রেফতার হওয়া আসামিদের তথ্যের ভিত্তিতে মাঈনুদ্দিন সাহকে গ্রেফতার করা হয়েছে।” বুধবার রাত ১১ টায় তাকে একলাশপুর থেকে গ্রেফতার করা হয় বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ওই নারীকে গণধর্ষণ ও নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, ২ সেপ্টেম্বর রাতে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের খালপাড় এলাকায় ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন চালায় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কালাম ও আবদুর রহিম। ঘটনার ৩২ দিন পর
রবিবার (৪ অক্টোবর) দুপুরে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় রবিবার রাতেই দুটি মামলা হয়।
ভিডিও চিত্রে দেখা যায়, হামলাকারীদের বাবা বলে ডেকেও রক্ষা পাননি ওই নারী। এসময় আসামিদের পায়েও ধরতে দেখা যায় তাকে। কিন্তু তারা ভিডিওধারণ বন্ধ করেনি। বরং হামলাকারীদের একজন তার মুখমন্ডলে লাথি মারে ও পা দিয়ে শরীর মাড়িয়ে দেয়।