Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল কার, নিহত চার

হিরক ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন

আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০৬:০৪ পিএম

যশোরে প্রাইভেটকারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছে । শুক্রবার (১৬ অক্টোবর) নওয়াপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো-নড়াইল শহরের ভওয়াখালী এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার হিরক ভূঁইয়া, তার বোন শিল্পী বেগম, সাত বছরের ভাতিজি রাইসা এবং হিরকের বন্ধু যশোর শহরের আশ্রম রোড এলাকার আশরাফুল আলম। 

এদিকে দুর্ঘটনায় হিরকের স্ত্রী ও এক বছরের শিশু সন্তান আহত হয়েছে। খুলনায় তাদের চিকিৎসা চলছে। 

নিহত হিরকের ভাগ্নি মীম জানান, তার মামা নড়াইল থেকে নিজের প্রাইভেটকার চালিয়ে পরিবারসহ খুলনায় ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। যশোরের নওয়াপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তাদের প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। হিরক ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন।  

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে জানাজা শেষে আশরাফুলকে দক্ষিণ নড়াইল কবরস্থানে এবং বিকেলে হিরকসহ তার বোন ও ভাতিজিকে আলাদাতপুর কবরস্থানে দাফন করা হয়েছে। 

About

Popular Links