Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

হোটেল ইন্টারকন্টিনেন্টাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

‘মুক্তিযুদ্ধের শুরুর দিকে সারা বিশ্বের সাংবাদিকরা এই হোটেলে অবস্থান করেছিলেন।’

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২৬ পিএম

হোটেল ইন্টারকন্টিনেন্টাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৩ সেপ্টম্বর) রাতে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই হোটেলটি উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধের শুরুর দিকে সারা বিশ্বের সাংবাদিকরা এই হোটেলে অবস্থান করেছিলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর সাংবাদিকরা এখানে সমবেত হন সংবাদ সংগ্রহের জন্য। জুলফিকার আলী ভুট্টো এই হোটেলে এসেছিলেন এবং এখান থেকে ২৫ মার্চ গণহত্যার নির্দেশ দেন।” 

এসব দিক থেকে এই হোটেলটি অনেক ঐতিহাসিক স্মৃতি বহন করে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, “মুক্তিযুদ্ধের সময় এই হোটেলে যে সাংবাদিকরা ছিলেন তাদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হতো। সেখানে তাদের আটকে রাখা হতো। সায়মন ড্রিং একমাত্র সাংবাদিক যিনি সেখান থেকে বেরিয়ে ২৫ মার্চের গণহত্যার তথ্য সারা পৃথিবীকে জানিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় এই হোটেলে দু’বার হামলা করা হয়েছিল।”

এছাড়াও প্রধানমন্ত্রী বলেন, “হোটেলটির অবস্থানগত সুবিধার কারণে ব্যবসা-বাণিজ্যের দিক থেকে হোটেলটি দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করবে।”


About

Popular Links