Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

সাগরে নিম্নচাপ, ভারী বৃষ্টি থাকবে টানা দুদিন

বৃহস্পতিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০১:৩৯ পিএম

বঙ্গোপসাগারে অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপের কারণে সারাদেশে টানা দুদিন ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এসময় সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রী সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সিনপটিক অবস্থা: মধ্য-বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

About

Popular Links