Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: দেশে আরও ১৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৫৮৬

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩,৯৬,৪১৩ জনে দাঁড়িয়েছে

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ০৩:৪৫ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫,৭৬১ জনে। একইসময়ে নতুন করে এ ভাইরাস শনাক্ত হয়েছে ১,৫৮৬ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩,৯৬,৪১৩ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, করোনাভাইরাস শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ১১১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩,৮৫৭টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪,১১৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২২,৩৫,৪৮৮টি।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১,৫৩৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩,১২,০৬৫ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৮.৭২%।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.২৩%। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭.৭৩%। নতুন যে ১৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৩ এবং নারী একজন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।

   

About

Popular Links

x