Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

শিশুটির দূর সম্পর্কের দাদা হয় ৫৫ বছর বয়স্ক অভিযুক্ত ওই ব্যক্তি

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১০:১৯ পিএম

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দুই বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইউসুফ আলী (৫৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বাড়ির আঙ্গিনায় খেলছিলো দুই বছরের শিশুটি। এসময় ইউসুফ আলী তাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করে।

সে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাসিন্দা।  

ভুক্তভোগীর শিশুটির মা ও এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেলে তাকে ঘরে ডেকে নিয়ে যায় ইউসুফ আলী নামের এক বৃদ্ধ।শিশুটির দূর সম্পর্কের দাদা হয় আটককৃত ওই ব্যক্তি। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় তার মা তাকে উদ্ধার করে এলাকাবাসীকে বিষয়টি অবহিত করেন। ঘটনাটি ঘটনাটি জানালে তাকে লোকজন আটক করে বেধে রেখে দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দেয়। 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, শিশুটি মায়ের অভিযোগ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তার অভিযোগের প্রেক্ষিতে ইউসুফ আলীকে আটক করেছে পুলিশ।  


   

About

Popular Links

x