Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ফেসবুক ব্যবহারে নিষেধ করায় গৃহবধূর আত্মহত্যা!

গৃহবধূর পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১১:০৪ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ফেসবুক ব্যবহারে নিষেধ করায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার খাঁড়খাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্বপ্না (২২) ওই গ্রামের আবু তাহেরের মেয়ে ও সুরঙ্গচাইল গ্রামের রাকিবের স্ত্রী।

নিহতের বড় বোন জানান, স্বপ্নার সঙ্গে তার স্বামী রাকিবের প্রায়ই ইমো ও ফেসবুক ব্যবহার নিয়ে কথা কাটাকাটি হতো। সোমবার রাতে স্বপ্নাকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করেন তার স্বামী। তাদের ধারণা, এ থেকে রাগে ও ক্ষোভে তিনি আত্মহত্যা করেছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, “আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করেছি। বিকেলে লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।”

গৃহবধূর পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

   

About

Popular Links

x