Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

সপরিবারে করোনাভাইরাসমুক্ত ডিএনসিসি মেয়র

গত ১২ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সপরিবারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০৯:৪৯ এএম

সপরিবারে করোনামুক্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ হওয়ায় মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও মেয়ে বুশরা ইসলাম হাসপাতাল ত্যাগ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গত ১২ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে মেয়র সপরিবারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তারা এই হাসপাতালেই চিকিৎসা গ্রহণ করেন। হাসপাতালে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত তাদের চিকিৎসার খোঁজখবর নেন। 


আরও পড়ুন -  সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত মেয়র আতিক


কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা সম্পর্কে মেয়র ও তার পরিবারের সদস্যরা উচ্ছ্বসিত প্রশংসা করেন। তারা হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা সেবার সাথে যুক্ত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অসুস্থ থাকাকালে নগরবাসীর কাছ থেকে যে দোয়া ও ভালোবাসা পেয়েছেন, এজন্য মেয়র ও তার পরিবারের সদস্যরা নগরবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

About

Popular Links