Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

একলা বাসায় ৯ দিন, ৪ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

দাম্পত্য কলহের জের ধরে শিশুটিকে বাড়িতে ফেলে রেখে চলে যায় তার মা-বাবা

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ০৩:৩৩ পিএম

সংসারে অশান্তি ও ঝগড়ার রেশ ধরে স্বামী কিংবা স্ত্রীর বাড়ি ছেড়ে যাওয়া নতুন কোনও ঘটনা নয়। সন্তানকে একা ফেলে মা-বাবার দুজনের বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা কল্পনাই করা যায় না। তবে সম্প্রতি দাম্পত্য কলহের জেরে চারমাস বয়সী একটি শিশুকে বাড়িতে একা ফেলে রেখে চলে যাওয়ার মতো এ ঘটনাটা দেখা গেছে মিসরে। 

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৯ দিন আগে মিসরের কাল্যুবিয়ার এক দম্পতির মধ্যে প্রচণ্ড ঝগড়া  হয়। এরপর চারমাস বয়সী শিশুটিকে ফেলেই বাড়ি ছেড়ে চলে যায় বাবা-মা। 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, স্বামীর  সঙ্গে ঝগড়া করে বড়ছেলেকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় তার স্ত্রী। ওই শিশুটি বাড়িতেই ছিল। পরে ওই নারী তার বাবার বাড়িতে যায়।অন্যদিকে, শিশুটির বাবাও কাজের উদ্দেশে বাড়ি থেকে চলে যায়। একসপ্তাহ পর বাড়ি ফিরে সন্তানের লাশ দেখতে পায় ওই বাবা।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করলে বাবা-মাকে গ্রেফতার করে পুলিশ। যদিও এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছে ওই দম্পতি।

About

Popular Links