Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

হ্যাকিংয়ের ঘটনায় ভারতীয় হাইকমিশনের নিন্দা

ঢাকার ভারতীয় হাইকমিশন বলছে, 'আমরা আমাদের মানুষের মধ্যে বন্ধুত্ব এবং আত্মীয়তার গভীর বন্ধনে আমাদের বিশ্বাসকে পুনরায় ব্যক্ত করছি'

আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ০৮:২২ পিএম

ওয়েবসাইট হ্যাকিং এবং পাল্টা হ্যাকিংয়ের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে হাইকমিশন জানায়, “আমরা অত্যন্ত আক্ষেপের সাথে লক্ষ্য করছি যে ভারতীয় এবং বাংলাদেশি বংশোদ্ভূত বলে দাবি করা কিছু গোষ্ঠী সর্বসাধারণ ও বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট হ্যাকিং এবং পাল্টা হ্যাকিং করছে।”

এগুলো স্পষ্টতই কিছু বিভ্রান্ত ব্যক্তিদের দ্বারা পরিচালিত নিন্দনীয় কাজ উল্লেখ করে হাইকমিশন ধর্মীয় বা জাতীয় পরিচয়ের ওপর এমন আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা জানায়।

ঢাকার ভারতীয় হাইকমিশন বলছে, “আমরা আমাদের মানুষের মধ্যে বন্ধুত্ব এবং আত্মীয়তার গভীর বন্ধনে আমাদের বিশ্বাসকে পুনরায় ব্যক্ত করছি।”


 

   

About

Popular Links

x