Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রবিবার ৬৫ বছর বয়সী আবু তালেবকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ০৫:৫৩ পিএম

বগুড়ার নন্দীগ্রামে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশ এক বৃদ্ধকে গ্রেফতার করেছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্ল্যা চকনাথখোলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির।

গ্রেফতার আবু তালেব (৬৫) নন্দীগ্রাম উপজেলার কামুল্ল্যা চকনাথখোলা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। আবু তালেব ভুক্তভোগী ওই শিশুর প্রতিবেশী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার দিকে শিশুটিকে কৌশলে বাড়ির পাশে জঙ্গলে ডেকে নিয়ে যায় আবু তালেব। সেখানে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় সে। এ সময় ভুক্তভোগী শিশুর চিৎকারে আশপাশ থেকে প্রতিবেশীরা ছুটে এসে আবু তালেবকে আটক করে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ এসে আবু তালেবকে গ্রেফতার করে। পরে এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা আবু তালেবের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির বলেন, “ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ তালেবকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রবিবার বিকেলে ভুক্তভোগী ওই স্কুলছাত্রী বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে”

   

About

Popular Links

x