Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকায় আগুন দিতে গিয়ে যুবক অগ্নিদগ্ধ

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন দাস এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১০:১৭ এএম

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর কুশপুত্তলিকা পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে সাদেকুল ইসলাম নামে এক যুবক। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ওই ব্যক্তি।

বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় ঠাকুরগাঁও সদর উপজেলাধীন রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী বাজারে "ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন" এর প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ যুবক উত্তর বঠিনা গ্রামের মো. দানেশ আলীর ছেলে সাদেকুল ইসলাম (৩৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটিয়াডাঙ্গী বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের তিন রাস্তার মোড়ে সমাবেশের শেষ মুহূর্তে ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর কুশপুত্তলিকায় আগুন দিতে গিয়ে অগ্নিদগ্ধ হয় সে। স্থানীয়রা তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সাদেকুলের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সদর হাসপাতালের আরএমও ডা. রাকিবুল ইসলাম।  

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 


About

Popular Links