Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

কক্সবাজারে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

রোহিঙ্গা ক্যাম্পের জকি ডাকাতের নেতৃত্বে একদল সশস্ত্র রোহিঙ্গা বাসায় ঢুকে আব্দুর শুক্কুরকে ধরে নিয়ে তিনটি গুলি করে

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ০৬:২১ পিএম

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আবদুস শুক্কুর (৩০) নামের এক স্থানীয় বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আবদুস শুক্কুর ওই এলাকার আবুল বশরের ছেলে।

নিহত যুবক আবদুস শুক্কুরের চাচা আবুল হাসেম জানান, সকালে কিছু বুঝে ওঠার আগেই শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের জকি ডাকাতের নেতৃত্বে একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী বাসায় ঢুকে আব্দুর শুক্কুরকে টেনে বের করে পরপর তিনটি গুলি করে রোহিঙ্গা ক্যাম্পের দিকে চলে যায়। যাওয়ার সময় আমাকেও হত্যার হুমকি দিয়ে যায়। পরে খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্য ও টেকনাফ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবদুল আলীম বলেন, “খবর পেয়ে টেকনাফ থানার পুলিশের একটিদল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আসামিদের ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।”

   

About

Popular Links

x