Saturday, July 12, 2025

সেকশন

English
Dhaka Tribune

১৭ ঘণ্টা পর নেভানো গেল ডেমরা লাইট কারখানার আগুন

ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট ১৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে এ আগুন নিয়ন্ত্রণে আনে

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৩:৪০ পিএম

ডেমরার মাতুয়াইলের কোনাপাড়ায় একটি লাইট কারখানায় লাগা আগুন নিভেছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে এ আগুন নেভানো সম্ভব হয়। এরআগে, বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে কোনাপাড়ায় স্থানীয়ভাবে ভুট্টো রোড নামে পরিচিত হাজী বাদশা মিয়া রোডের পাশা লাইট কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, প্রায় ৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।

শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট ১৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়, বলেন লিমা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

   
Banner

About

Popular Links

x