দিনাজপুরে শীতের তীব্রতা গত চারদিন ধরে বাড়তে শুরু করেছে। শনিবার (৭ নভেম্বর) দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুল হোসেন জানান, দিনাজপুরে আজ তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এমাসে কোনো শৈত্য প্রবাহ না থাকলেও তাপমাত্রা আরও কমবে।
এ বছর অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা আরও কমবে। গত বছরের চেয়ে তাপমাত্রা নিচে নামতে পারে বলে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুল হোসেন জানান।
এদিকে দিনাজপুরে দিনের বেলা রোদ থাকলেও বিকেল থেকে হিমেল হাওয়া বইতে শুরু হয়। ফলে জাঁকিয়ে পড়ছে ঠাণ্ডা। এই শীতের তীব্রতা সকাল পর্যন্ত বিরাজ করে।
হিমালয়ের পাদদেশে দিনাজপুরের অবস্থান হওয়ায বরাবরের মতো দিনাজপুরে শীত বাড়তে থাকবে। শীতে করোনাভাইরাসের প্রকোপ বাড়বে বলে জানিয়েছেন চিকিৎসক সাব্বির আহমেদ।