পিরোজপুর পৌর শহরের দক্ষিণ মাছিমপুর শিমুলবাগ এলাকায় অভিযান চালিয়ে মো. জামাল হাওলাদার (৩৮) নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় আটক জামালের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তার জামালের বাড়ি পিরোজপুর সদর উপজেলার হরিনা গ্রামে।
পিরোজপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক দেলোয়ার হোসাইন জসিম বলেন, রবিবার দুপুর ১২টার দিকে দক্ষিণ মাছিমপুর শিমুলবাগ গ্রামে নুরুল ইসলাম চিশতি বাড়ির সামনের সড়কে অভিযান চালিয়ে ৩শত পিচ ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় মো. জামাল হাওলাদারকে (৩৮) আটক করা হয়।
তিনি বলেন, “পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের নির্দেশে মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আটক জামালের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।