সাতক্ষীরা সদর উপজেলায় একটি মাদরাসার কক্ষ থেকে রেখা খাতুন (৩২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার মাধবকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেখা মাধবকাটি গ্রামের মিলন হোসেনের স্ত্রী।
প্রতিবেশিরা জানান, মিলন ও রেখার মধ্যে পারিবারিক কলহ দেখা দিলে স্থানীয়রা তা মিটিয়ে দেন। পরে তারা তিন মাস আগে ঢাকা চলে যান। মাধবকাটিতে তাদের বাড়ির পাশেই রয়েছে মাধবকাটি দাখিল মাদরাসা। ওই মাদরাসার একটি শ্রেণিকক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রেখার মরহেদ উদ্ধার করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে খবর পেয়ে সদর থানার উপরিদর্শক (এসআই) জিয়ারত হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি সেখানে পৌঁছানোর পর তার লাশটি নামানো হয়েছে। এখনই বিষয়টি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করা সম্ভব নয়।
ওসি আরও জানান, ঢাকা থেকে ১৫ সেপ্টেম্বর রেখা ও মিলন গ্রামে ফিরে আসেন। এরপর রাতে তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। রেখার আগের স্বামীর পক্ষের দুটি ছেলেমেয়ে রয়েছে।
ময়নাতদেন্তর জন্য রেখার লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।