Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: দেশে আরও ২১ মৃত্যু, নতুন শনাক্ত ১,৮৩৭

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৬৯৩ জন 

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ০৩:২৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬,১৯৪ জনে।

অন্যদিকে, নতুন করে আরও ১,৩৭ জন শনাক্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪,৩২,৩৩৩ জনে দাঁড়িয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪,০০৩টি এবং আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪,০৬০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৫,৪১, ১৯৪টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.০৭%। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭.০১%।

নতুন যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ এবং নারী চারজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪,৭৬৮ জন বা ৭৬ দশমিক ৯৮% এবং নারী ১,৪২৬ জন বা ২৩.০২%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৩%।


   

About

Popular Links

x