Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রীর চাচী রাজিয়া নাসের আর নেই, বাদ জোহর জানাজা

মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে শেখ রাজিয়া নাসেরের মরদেহ দাফন করা হবে

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ০৯:০০ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী শেখ রাজিয়া নাসের ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাদ জোহর নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে শেখ রাজিয়া নাসেরের মরদেহ দাফন করা হবে। খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা এ কথা জানান।

শেখ রিজিয়া নাসেরের পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দীন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য (এমপি), মেজ ছেলে শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের সংসদ সদস্য। তার দৌহিত্র শেখ তন্ময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য। তৃতীয় ছেলে শেখ সোহেল কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার এক শোক বার্তায় শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

   

About

Popular Links

x