Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে কিশোরীকে গণধর্ষণ, চাচাতো ভাইসহ গ্রেফতার ৬

বুধবার (১৮ নভেম্বর) রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০২:২৫ পিএম

রাজধানীর কল্যাণপুরে এক কিশোরীকে (১৮) গণধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো ভাইসহ ৬ যুবকের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ ঘটনায় মামলা দায়ের করেন ভূক্তভোগী। এরআগে বুধবার (১৮ নভেম্বর) রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী আইন প্রয়োগকারী সংস্থাকে জানালে রাতেই অভিযুক্তদের আটক করা হয়।

আটককৃতরা হলো- কিশোরীর চাচাতো ভাই মো. রায়হান এবং আল আমিন, জয় মিয়া, ইমরান, মো. ইমন ও আবু সাইদ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায়  ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা, মানসিক সহায়তা ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

About

Popular Links