Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘সাবিয়াকে খুবই নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে’

গত শুক্রবার সন্ধ্যায় অন্য শিশুদের সঙ্গে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল সাবিয়া।

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৫ পিএম

ভাষার বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলায়। দুই মেয়ে সারিকা (১০) এবং সাবিয়াকে (৬) নিয়ে তার সংসার। বড় মেয়ে সারিকা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী, আর ছোট মেয়ে সাবিয়া প্রথম শ্রেণির। ভাষা মাঠে দিনমজুরের কাজ করেন। অভাবের সংসার, তাই জীবিকার তাগিদে স্ত্রী কাজলী খাতুন থাকেন ওমানে। 

গত শুক্রবার সন্ধ্যায় অন্য শিশুদের সঙ্গে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল সাবিয়া। সন্ধ্যা নেমে আসলে অন্য শিশুরা বাড়ি ফিরে যায়। ফেরেনি শুধু সাবিয়া। 

শুক্রবার সারা রাত বাড়ির লোকজন খোঁজা-খুঁজি করেও কোনো সন্ধান পায়নি সাবিয়ার। সকালে বাড়ি থেকে একটু দুরে মিটন শ্মশানের পাশে খাসিমারা মাঠের একটি ধান ক্ষেতের সেচ নালা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

আজ রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাতসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। 

ঘটনাস্থল পরিদর্শন শেষে এসপি সাংবাদিকদের বলেন, ‘শিশু সাবিয়াকে খুবই নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিক আলামতে পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত এবং দোষীদের খুব শিগগিরই খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার পরে মিটন শ্মশানের পাশে আম বাগানে চলে মাদকের রমরমা ব্যবসা। মাদকসেবী আর মাদক বিক্রেতাদের আনাগোনা থাকে ওই এলাকায়। এজন্য সাধারণ মানুষ সেখানে খুব একটা যায় না। 

সাবিয়ার বাবা ভাষা বলেন, ‘আমার মেয়েকে যারা এমন নির্দয়ভাবে ভাবে হত্যা করেছে, তাদের কঠোর শাস্তি চাই। আমার বাচ্চা মেয়ে। সে কিছুই বোঝে না। তাকে হত্যা করেছে যারা, তাদের দ্রুত বিচার চাই।’ 

ভাষা আরও বলেন, ‘সারিকা ও সাবিয়ার মা বিদেশ থাকে। আমি এই দুটি মেয়েকে সব সময় চোখে চোখে রাখি। বিকেলে যখন বাড়ি থেকে বাজারে যায় তখনও সাবিয়া আমার সঙ্গে কথা বলেছিলো। সে খেলা করছিল অন্য শিশুদের সঙ্গে। তারপরে আর কথা হয়নি।’ 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আমরা স্থানীয় রবিউল নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। আশা করছি খুব শিগগিরই আমরা দোষীদের খুঁজে বের করবো।’

About

Popular Links