Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

পদ্মায় ধরা পড়ল ২৯ কেজির বাগাড়

মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩১ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০৬:২৫ পিএম

রাজবাড়ীর পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এক জেলের জালে ২৯ কেজি ওজনের বিশাল আকারের বাগাড় মাছ ধরা পড়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে জেলে মো. জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে।  

সকালে তিনি মাছটি দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে গেলে স্থানীয় চান্দু মোল্লা ১০৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। 

স্থানীয় জেলে জয়নাল সরদার জানান, রবিবার মাঝরাতে দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকায় জাল ফেলে বসে থাকি। কিছু সময় পর জালে জোরে ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অনেকক্ষণ সময় নিয়ে জাল উঠালে দেখতে পাই বিশাল আকারের একটি বাগাড় মাছ।  

দৌলতদিয় ফেরিঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, জেলে জয়নাল সরদারের কাছ থেকে ১০৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৪৫০ টাকা দিয়ে জীবিত মাছটি ক্রয় করি। এরপর ঢাকার বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করে হাবিব নামে এক ব্যক্তির কাছে ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি বিক্রি করি।

   

About

Popular Links

x