পিরোজপুরের কাউখালী উপজেলায় পাঁচ কেজি গাঁজাসহ বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার চিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেফতার দু’জন হলো--গ্রামের মৃত জায়েদ আলীর ছেলে আলম হাওলাদার (৫০)ও তার ছেলে নাছিম হাওলাদার ওরফে রেজাউল (২০)।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলম হাওলাদারের বাড়ির পেছন থেকে টিনের বাক্সের মধ্যে রাখা পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, রেজাউলকে এর আগে দুইবার ইয়াবাসহ আটক করা হয়েছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।