Friday, June 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

মোহাম্মদপুরের জহুরী মহল্লার বস্তিতে আগুন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয় অগ্নি নির্বাপণের কাজ শুরু করে

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ০৬:১৩ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে বাবর রোডের বিহারী পট্টি জহুরী মহল্লার পাশের বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

পরে দেড় ঘণ্টার চেষ্টায় ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আনিসুর রহমান বলেন, “বিকেল ৪টা ১৫ মিনিটে খবর পাবার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল বাবর রোডে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়।” 

“অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে অনুসন্ধান চলছে,” বলেন তিনি।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এর আগে, সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গণমাধ্যমের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডে সাততলা বস্তির কমপক্ষে ৩০০টি ঘর ও দোকানপাট আগুনে পুড়ে গেছে।

   

About

Popular Links

x