Friday, June 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে দেশে আরও ৩৯ মৃত্যু, শনাক্ত ২,১৫৬

একইসময়ে প্রাণঘাতী এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২,৩০২ জন

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০৪:৪৮ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ২,১৫৬ জন।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৭ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫,৭৭৭টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৬,০০১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৬,৯৬,১৫০টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৪৭%। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬.৮৪%।

নতুন যে ৩৯ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৭ এবং নারী ১২ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪,৯৮২ জন বা ৭৬.৮% এবং নারী ১,৫০৫ জন বা ২৩.২%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৩%।

এদিকে, এ ভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ২,৩০২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩,৬৯,১৭৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১.২৯%।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


   

About

Popular Links

x