Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

জলপাই খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

নির্মল প্রায়ই ওই শিশুর বাড়িতে আসা-যাওয়া করতো

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০৪:৫৩ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলায় জলপাই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (২৮ নভেম্বর) রাতে মামলা করার পর অভিযান চালিয়ে নির্মল বিশ্বাস (২৫) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।  

মামলার বিবরণে জানা গেছে, নির্মল প্রায়ই ওই শিশুর বাড়িতে আসা-যাওয়া করতো। শনিবার দুপুরে সহপাঠিদের সঙ্গে খেলার সময় শিশুটিকে জলপাই খাওয়ানোর লোভ দেখিয়ে স্থানীয় শ্মশানের পাশের একটি বাগানে নিয়ে যায় নির্মল। পরে সেখানে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।

শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে বিষয়টি জানালে তাকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, শিশুটির বাবার করা মামলায় গতকাল রাতেই নিজ এলাকা থেকে নির্মলকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

   

About

Popular Links

x