Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

ধর্ম প্রতিমন্ত্রী: ভাস্কর্য সমস্যার সমাধান এক সপ্তাহে

প্রতিমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে'

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০৭:২৪ পিএম

ভাস্কর্য নিয়ে দেশে চলমান বিতর্কের মধ্যে এ বিষয়ে সমাধান এক সপ্তাহের করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। 

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন,  “প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অসাম্প্রদায়িক বাংলাদেশ নিয়ে এই সরকার কাজ করে না। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ধর্ম মন্ত্রণালয় কাজ করে আগামী এক সপ্তাহের মধ্যেই এর সুষ্ঠ সমাধান করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য (এমপি) হোসনে আরা ও জামালপুরের ডিসি মোহাম্মদ এনামুল হকসহ আরও অনেকে।

About

Popular Links