ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় এক শিক্ষার্থীর জিপিএ ৪.০০ এর মধ্যে ৪.০৩ পেয়েছেন। বিরল ও অদ্ভুত এই পয়েন্ট নিয়ে দ্বিতীয় বর্ষেও উত্তীর্ণ হয়েছে ওই শিক্ষার্থী।
তবে শনিবার (৬ ডিসেম্বর) ফার্মেসি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফল প্রযুক্তিগত ত্রুটির কারণে সৃষ্টি হয়েছে এবং খুব জলদিই তা সংশোধন করা হয়।
গত ২৬ নভেম্বর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ওই ফল অনলাইনে ফার্মেসি বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে গত বৃহস্পতিবার একটি সংশোধিত ফল বিভাগের নোটিশ বোর্ডে টাঙানো হয়। তবে সংশোধিত ওই নোটিশেও ৪.০৩ পাওয়া শিক্ষার্থীসহ চার শিক্ষার্থীর ফল ভুল আসে।
পরে তাদের ফল সংশোধন করে আবার অনলাইনে প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় ৪.০৩ পাওয়া ওই শিক্ষার্থী আদতে ৩.৮৮ পেয়েছেন।
এ বিষয়ে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফিরোজ আহমেদ বলেন, “আমরা কোভিড-১৯ মহামারির মধ্যে প্রথমবারের মতো অনলাইনে ফল প্রকাশ করেছি। সেখানে কিছু প্রযুক্তিগত সমস্যা ছিলো। কিন্তু আমরা তা সংশোধন করেছি।”
অনলাইনে ওই শিক্ষার্থীর পাশিপাশি প্রথমবর্ষ থেকে উত্তীর্ণ হওয়া মোট ৭৪ শিক্ষার্থীর সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে।