Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

হাজী সেলিমের পেট্রল পাম্পসহ ২৬৫ স্থাপনা উচ্ছেদ

‘সংসদ সদস্য হাজী সেলিম সোয়ারীঘাট ও ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর প্রায় তিন একর সরকারি জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন’

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ০৮:২১ পিএম

ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে লালবাগ থানার ইসলামবাগ এলাকায় হাজী সেলিমের দখলে থাকা বিভিন্ন অবৈধ স্থাপনাসহ মোট ২৬৫টি স্থাপনা উচ্ছেদ কারছে বিআইডব্লিউটিএ।

রবি ও সোমবার (৭ ডিসেম্বর) এ সংসদ সদস্যের চাঁন সরদার কোল্ড স্টোরেজ, মদিনা পেট্রল পাম্প, মদিনা পানির পাম্প ও চারটি গুদামসহ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উচ্ছেদ কমিটি প্রায় তিন একর নদীর পাশের সরকারি জমি উদ্ধার করে।

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও ঢাকা নদী বন্দর কর্মকর্তা গুলজার আলী। এ সময় নৌপুলিশ, আনসার ও র‌্যাবের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

গুলজার আলী বলেন, “সংসদ সদস্য হাজী সেলিম সোয়ারীঘাট ও ইসলামবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর প্রায় তিন একর সরকারি জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন।”

তিনি আরও বলেন, “শুধু হাজী সেলিম নয় বুড়িগঙ্গা নদীর উভয়ে পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”

About

Popular Links