Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও বন্ধ হলো ফেরি

শিমুলিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় তিন শতাধিক যান আটকা পড়েছে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০৮:৩৮ এএম

ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে সকল ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারি ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে চ্যানেলে মার্কিং দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়। এখন শিমুলিয়া ঘাটে দুইটি ফেরি আছে। তবে, ঘাট ছেড়ে যাওয়া চারটি ফেরি বাংলাবাজার পৌঁছাতে পেরেছে কিনা তা এখনও জানতে পারিনি।

শিমুলিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় তিন শতাধিক যান আটকা পড়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের প্রবেশদ্বারখ্যাত শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘন কুয়াশার কারণে মঙ্গলবারও দীর্ঘ ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

   

About

Popular Links

x