রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (৯ ডিসেম্বর) রাতে উত্তরার আব্দুলাহপুরে এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম জিসান হাবিব (১৮)। আহতের নাম রুহুল আমিন (১৭)।
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার সৌদী প্রবাসী আবুল বাশারের ছেলে জিসান। নোয়াখালী খলিলুর রহমান ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের শিক্ষার্থী। ৫ ভাই-বোনের মধ্যে নিহত জিসান ছিল তৃতীয়। এ ঘটনায় আহত রুহুল আমিন ধামরাইয়ের একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। সে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান ইকবাল।
তিনি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মামাতো ভাই ইকবাল বলেন, “গত ২৭ নভেম্বর আমাদের বাড়িতে বেড়াতে আসে জিহান। বুধবার দিবাগত রাত ২টায় এক আত্মীয়কে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাসে করে ফেরার পথে এ ঘটনা ঘটে। বাসের জানালা দিয়ে তার মোবাইলটি নিয়ে গেলে তাকে ধরতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।”
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক। তিনি জানান, বুধবার রাত সাড়ে এগারোটায় মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।