Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৭ হাজার ছুঁই ছুঁই

নতুন করে আরও ১,৮৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০৪:২৫ পিএম

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৬,৯৮৬ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ১,৮৮৪ জনের শরীরে। ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪,৮৭,৮৪৯ জনে।

শুক্রবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাসে সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং নারী ছয়জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ৩,৮৬৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪,১৪,৩১৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪.৯৩%।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর দেশে আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ অতিক্রম করে গত ২৬ আগস্ট এবং মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায় ৪ নভেম্বর।

About

Popular Links