Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু

রাশেদ স্থানীয় ফাযিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং ওই এলাকার বছির উদ্দিনের ছেলে।

আপডেট : ০৪ জুন ২০১৮, ০১:৪৩ পিএম

টাঙ্গাইলের সখীপুরে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে গাছ থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে রাশেদ হাসান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রবিবার (৩ জুন) রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহিন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশেদ স্থানীয় ফাযিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং ওই এলাকার বছির উদ্দিনের ছেলে।

মারা যাওয়া রাশেদের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে রাশেদ ও তার দুই বন্ধু মিলে ব্রাজিলের একটি পতাকা নিয়ে বাজারে যায়। রাশেদ সড়কের পাশে সবচেয়ে উঁচু মেহগনি গাছে ওই পতাকা টাঙানোর জন্য ওঠে।এসময় পা ফসকে পড়ে গিয়ে সে সড়কের চলন্ত বাসের সামনে পড়ে যায়। পরে বাসের সামনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় রাশেদ হাসান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে তাকে ঢামেকে রেফার্ড করা হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ওসি জানান, এ ঘটনায় তার পরিবার কোনও অভিযোগ করেনি। পরে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

   

About

Popular Links

x