Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: যুবলীগ নেতাসহ রিমান্ডে ৩

গত শুক্রবার রাতে কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়

আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ০৩:২৪ পিএম

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে গ্রেফতার যুবলীগ নেতাসহ তিনজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

সোমবার (২১ ডিসেম্বর) কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন এ আদেশ দেন।

ওই তিন আসামি হলেন- আনিসুর রহমান আনিস (৩৫), সবুজ হোসেন (২০) ও হৃদয় আহমেদ (২০)। 

গত শুক্রবার রাতে কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। পুলিশ শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিসকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে ঘটনায় জড়িত অপর দুই জন হৃদয় আহমেদ ও সবুজ হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

   

About

Popular Links

x