Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

হাতির আক্রমণে ছাত্রদল নেতার মৃত্যু

মৃত আজমল আলী শামীম (৪৫) কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তার বাড়ি কুলাউড়া পৌর শহরের মাগুড়া উত্তর এলাকায়।

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৯ পিএম

হাতির আক্রমণে সাবেক এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হওয়া এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।   

মৃত আজমল আলী শামীম (৪৫) কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি। তার বাড়ি কুলাউড়া পৌর শহরের মাগুড়া উত্তর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে যে, গত মঙ্গলবার রাতে শামীম ও শাহীন মোটরসাইকেলে করে ফুলতলা সড়ক হয়ে কুলাউড়া ফেরার পথে বন্য হাতির আক্রমণের শিকার হন। এ সময় হাতির পায়ের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শামীম মারা যান। শামীমের সঙ্গী শাহীন পাশের একটি জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। জুড়ী থানার ওসি জাহাঙ্গীর এসব তথ্য নিশ্চিত করেন।

পরবর্তীতে সাগরনাল বাঁশ মহালের লাউয়ের আগা এলাকা থেকে বুধবার সকাল ৮টার দিকে আজমল আলী শামীমের (৪৫) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশের তরফ থেকে অবহিত করেন জুড়ী থানার এসআই কামরুজ্জামান। 

তবে প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন শাহীন। তিনি বর্তমানে সাগরনালকে চিকিৎসাধীন অবস্থায় আছেন।     

জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, শামীমের মুখে হাতির পায়ের চিহ্ন রয়েছে। মৃতুদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে’। 

এদিকে শামীমের এমন নির্মম মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

সূত্র : বিডি নিউজ। 

   

About

Popular Links

x