বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশকারী একটি ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।
বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে “এফবি মঙ্গল চণ্ডী-৭” নামের ওই ট্রলারসহ আটক ১৬ জেলেকে মোংলা থানায় সোপর্দ করা হয়েছে।
মোংলাস্থ কোস্টগার্ড পশ্চিমজোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন আরিফুল হক বিকেলে এক বার্তায় জানান, কোস্টগার্ড পশ্চিম জোনের জাহাজ “অপরাজেয় বাংলা” মঙ্গলবার রাতে গভীর সমুদ্রে টহল দিচ্ছিলো। এ সময় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশকারী মাছধরা ট্রলার এফবি মঙ্গল চণ্ডী-৭’কে বাংলাদেশ-ভারত জলসীমার ১০.২ নটিক্যাল মাইল ভিতরে মাছ ধরতে দেখতে পায়। কোস্টগার্ডকে টহল দেখতে পেয়ে ভারতীয় ওই জেলেরা ট্রলার চালিয়ে পালানোর চেষ্টা করলে তাদের পিছু ধাওয়া করে বোটটিকে আটক করা হয়। এ সময় তাদের কাছে কোনো রকম আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বনজ সম্পদ সংরক্ষণ, চোরাচালান ও মৎস্য সম্পদ নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের টহল জোরদার করা হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।