Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: দেশে আরও ৩০ মৃত্যু, শনাক্ত ৮৩৪

গত ২ আগস্টের পর এই প্রথম শনাক্তের সংখ্যা হাজারের নিচে নামতে দেখলো দেশবাসী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০৪:০২ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৪২৮ জনে। একইসময়ে এ ভাইরাস শনাক্ত হয়েছে আরও ৮৩৪ জনের শরীরে।  গত ২ আগস্টের পর এই প্রথম শনাক্তের সংখ্যা কমতে দেখলো দেশবাসী। যদিও সেসময় ৮৮৬ জনকে শনাক্ত হতে দেখা যায়। 

এদিকে, নতুন করে ৮৩৪ জন শনাক্ত হওয়ায় এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,০৮,০৯৯ জনে।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি  ১৬৩টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ৯,৯১২টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮.৪১% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৬.০৮%। মোট মৃত্যুর হার ১.৪৬%।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ১,৬৮৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫০,৪৮৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮.৬৬%।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্ব পরিস্থিতি

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে  ১৭,৪৯,৯৯৫জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭,৯৮,০২,৪৯৪ জন। 

About

Popular Links